ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার, আখতার উল আলমের নির্দেশে ময়মনসিংহকে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় সোমবার তার (ওসি ডিবি) নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর র্দুর্গাবাড়ী রিয়া মেডিকেল হলের সামনে থেকে ৭০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আমির হোসেনকে গ্রেফতার করে। আমির হোসেন চর ঈশ্বরদিয়ার তনুর উদ্দিনের ছেলে।
এসআই যুবরাজ দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর ষ্টেশন রোডস্থ জয়কালী হোটেলের সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করে। সে পাটগুদাম রেলির মোড় ইসলাম বাগের গোলাপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়া এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কিসমত আজিজ মোড় থেকে ৭০টি টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তুহিন মিয়াকে গ্রেফতার করে। সে কিসমত পূর্বপাড়ার মোঃ হাকিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

The post ময়মনসিংহের ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.