নগর প্রতিনিধি:

বরিশাল মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানে হিরোইনসহ আরিফ গাজী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩ টার দিকে দপদপিয়া টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ গাজী পটুয়াখালীর পুরতান হাসপাতাল রোডের মোঃ শাহজাহান গাজীর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) পুলিশের ইন্সপেক্টর মোঃ সগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান ও এস আই মোঃ রাকিব হোসেনসহ একটি আভিযানিক টিম বরিশালের দপদপিয়া টোল প্লাজায় অভিযান পরিচালনা করেন।
এসময় আরিফ গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে ২.৫ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। আটক আরিফ গাজী মাদক ব্যবসার সুবাদে বরিশালে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গোয়েন্দা পুলিশ আরও জানায়, আটক আরিফ গাজীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
The post বরিশালে ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ গ্রেপ্তার ১ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.