ভোলা প্রতিনিধি:

বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

মঙ্গলবার (১৫ জুলাই) ভোলা প্রেসক্লাব চত্বরে পদযাত্রায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ১৪ জুলাই থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছিল। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে সেদিন ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। 

১৫ জুলাই থেকেই আন্দোলন গণঅভ্যুত্থানে যাত্রা করেছিল। সেই গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শপথবদ্ধ হয়েছি। আমাদের সেই লড়াইয়ে ভোলাবাসীকেও সঙ্গী থাকতে হবে। 

এসময় ভোলাবাসীর ভোলা-বরিশাল সেতু, গ্যাস ও উন্নত স্বাস্থ্যসেবার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোলাবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের দাবি পূরণ করা হয়নি। তাদের দাবি পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ। 

নাহিদ আরও বলেন, ভোলাকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 

এর আগে বরিশাল থেকে ভোলা আসেন এনসিপির নেতারা। তারা ভোলা এসে আদালত চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। 

সমাবেশে সারজিস আলম, সামন্তা শারমিনসহ নেতারা বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, ভোলার এনসিপির প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ ও মাকসুদুর রহমান প্রমুখ। 

দলীয় নেতারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতে চায়।

The post বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল: নাহিদ  appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.