কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী কলাপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে এক আমেরিকান নাগরিক ধর্ষণ ও ডাকাতির শিকার হয়েছেন। গত রবিবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় এ ঘটনা ঘটে।  এঘটনায় সোমবার রাতে সন্দেহজনক দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে মঙ্গলবার বিকেলে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এর আদালতে নির্যাতনের শিকার গৃহবধূ আদালত নারী শিশু আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

গ্রেফতার দুই আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার আসামীদের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড মজিবুর রহমান টোটন জানান, এ ঘটনা শুনে সাথে সাথে আমরা নির্যাাতনের শিকার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। পটুয়াখালী জেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি এই পরিবারটি পাশে থাকবে।

The post আমেরিকান নাগরিক ধর্ষণ, সন্দেহজনক দু্ইজন গ্রেফতার। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.