ব্যাগ তল্লাশি করে সজলের কাছে একটি কাঁঠাল, কিছু আম ও যবের ছাতু পাওয়া যায়। এই ছাতুকেই হেরোইন বলে ধরে নিয়ে তাঁকে থানায় নেওয়ার ভয় দেখানো হয়।