একটি রাষ্ট্রের সবচাইতে শক্তি আর কিছু নহে-তাহা হইল জাতীয় ঐকমত্য। বহু বৎসর পূর্বে এই ব্যাপারে আব্রাহাম লিংকন বলিয়া গিয়াছিলেন- ‘একটি গৃহ যদি নিজের ভিতরেই বিভক্ত হয়, তাহা হইলে তাহা স্থায়ী হইতে পারে না।’ পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত-সহিংসতা থাকে, একটি দলের সহিত অন্য দলের মতাদর্শও মিলে না। ইহা স্বাভাবিক বিষয়; কিন্তু প্রতিটি দেশের মধ্যে কিছু মৌলিক বিষয় থাকে- যেইখানে সকলের মধ্যেই… বিস্তারিত