সারা দেশের ৪০ জনের বেশি নির্বাচিত লেখক বন্ধুকে নিয়ে ১১ জুলাই, শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে লেখক বন্ধু উৎসবের আয়োজন করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন জাতীয় পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক পৌলমী অদিতি, ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক অনিক সরকার ও দপ্তর সম্পাদক মেঘা খেতান।