কণ্ঠ থেকে মদ তুলে নিয়ে গিলে খাচ্ছি রোজ।
তবু ভাসানো যাচ্ছে না তোমাকে।
তোমার অবয়ব মিছিলের মুখ।
এড়ানো যাচ্ছে না তোমাকে।

সকল সংবাদের সমাহর
কণ্ঠ থেকে মদ তুলে নিয়ে গিলে খাচ্ছি রোজ।
তবু ভাসানো যাচ্ছে না তোমাকে।
তোমার অবয়ব মিছিলের মুখ।
এড়ানো যাচ্ছে না তোমাকে।