রাকিবুল হাসান আহাদ একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে দেশের অপরাধ জগতের অন্তরালে থেকে বাস্তবতা তুলে ধরছেন সাধারণ জনগণের সামনে। তিনি বর্তমানে জনপ্রিয় পত্রিকা দৈনিক লাল সবুজের দেশ-এ ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
রাকিবুল হাসান আহাদের সাংবাদিকতা পেশার যাত্রা শুরু হয় স্থানীয় এক পত্রিকায় রিপোর্টার হিসেবে। তাঁর লেখা প্রতিবেদনে তিনি সবসময় সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন, “সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, এটি দায়িত্ব এবং সাহসের জায়গা।”
ক্রাইম রিপোর্টিং এমন এক ক্ষেত্র যেখানে ঝুঁকি, সততা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। আহাদ এই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করেছেন। পুলিশের অভিযান, চুরি-ডাকাতি, দুর্নীতি, ও সমাজের গোপন অপরাধচক্রের বিরুদ্ধে তিনি রিপোর্ট করে দেশবাসীর সামনে এক বাস্তবচিত্র তুলে ধরেন।
তাঁর লেখনী শুধু তথ্যভিত্তিক নয়, বরং প্রতিটি রিপোর্টে থাকে বিশ্লেষণ, সামাজিক প্রভাব এবং সমাধানের দিকনির্দেশনা।
তার সাহসী রিপোর্টিংয়ের জন্য তিনি পেয়েছেন একাধিক সম্মাননা ও প্রশংসাপত্র। সহকর্মীরা তাঁকে একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা হিসেবে গণ্য করেন।
আহাদ একজন সহজ-সরল মানুষ। তার পছন্দের বিষয়গুলো হলো বই পড়া, ভ্রমণ করা এবং সমাজের ভালো-মন্দ নিয়ে চিন্তা করা। দায়িত্ববান সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি একজন সৎ ও ন্যায়নিষ্ঠ নাগরিক হিসেবেও পরিচিত।
রাকিবুল হাসান আহাদ চান ক্রাইম রিপোর্টিংয়ের বাইরে গিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে। তিনি ভবিষ্যতে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং টিম গঠন করতে আগ্রহী, যারা দেশের দুর্নীতি ও অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।
The post অন্ধকারের ভেতর আলো খোঁজার ও অপরাধের মুখোমুখি এক নির্ভীক সাংবাদিক আহাদ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.