আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুমতি (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১০ জন রোগী।
বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৬ হাজার ৬৫৭ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ৪ হাজার ১ জন। বিভাগজুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে বরগুনার ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃত সুমতি (৬৫) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাতজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ভোলা সদর হাসপাতালে তিন, পিরোজপুরে পাঁচ, বরগুনায় ৭১ এবং ঝালকাঠিতে দুজন আক্রান্ত হয়েছে। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০১ জন।
পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, তারচেয়েও আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসাবাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’
The post বরিশালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃ*ত্যু, নতুন আক্রান্ত ১১০ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.