গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করলো, জামায়াতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে। এমন কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ছিল এই ব্রিফিং। সেখানে তিনি বলেন, দেশে চলমান অস্থিরতা দেখেই বোঝা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে- তোলেন এই অভিযোগও।
তার অভিমত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। বলেন, আর কেউ যেনো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি।
The post নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুঃসাহস মোকাবেলা করতে হবে: গোলাম পরওয়ার appeared first on Ctg Times.