ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর আশ্রয়ণকেন্দ্রে রয়েছে ৬৮টি ঘর। কিন্তু পানি সংকট, চলাচলের অনুপযোগী রাস্তা, শিক্ষা ও বাজারসুবিধার অভাবে অনেক বরাদ্দপ্রাপ্ত পরিবার ঘরে না উঠে ভিন্নস্থানে বসবাস করছে। ফলে আশ্রয়ণকেন্দ্রের অন্তত ২৩টি ঘরে এখন তালা ঝুলছে, কিছু ঘরে থাকছেন ভাড়াটিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাতুভূঞা খালের পাড়ে নির্মিত এ আশ্রয়ণকেন্দ্রের অধিকাংশ ঘরের মেঝে ফেটে গেছে,… বিস্তারিত