সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হামজা নাদিম, সদস্য মাহাবুব আলম কাজল, যুবনেতা ইব্রাহিম খলিল মারুফ, সোহাগ সওদাগর, আবু সাঈদ সৈকত, মিজানুর রহমান মিজান, ডা. ইয়াসিন, রিপন আকন্দ, রবি, লিটন, হিমেল, জাহাঙ্গীরসহ আরও অনেক নেতাকর্মী।

সমাবেশে প্রধান বক্তা আমিনুল ইসলাম মিন্টু বলেন, “দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’ ঘটানো হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে চলছে লুটপাট, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন ও সম্পদ আজ নিরাপত্তাহীন।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন পুনরায় সক্রিয় হয়ে উঠছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে—এটি গুপ্ত রাজনৈতিক চক্রান্তেরই অংশ।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চলছে। এটি একটি ব্যবসায়িক বিরোধের জেরে সংঘটিত ঘটনা, কোনো রাজনৈতিক বিষয় নয় বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চক্রান্ত করছে। কখনো এক কথা, কখনো আরেক কথা বলে দেশের রাজনীতিকে ঘোলাটে করে তোলার চেষ্টা চলছে। কিন্তু এসব ষড়যন্ত্র দেশের জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না।

সমাবেশে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশের শেষাংশে নেতারা ঘোষণা দেন, “দেশকে অস্থিতিশীল করার সকল অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে। যদি সরকার দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে যুবদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

The post আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল  appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.