ক্যাম্পাস প্রতিনিধি:

বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস ছিল এক গণবিপ্লবের উত্তাল সময়। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উদ্ভূত এই গণঅভ্যুত্থান জোরদার হয়ে ওঠে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে। ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই আন্দোলনে শহীদ হন বহু তরুণ ছাত্র জনতা , আহত হন শত শত। তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা এক স্মরণ সভার আয়োজন করে।

“শিক্ষা-ঐক্য-প্রগতি” এই মূলমন্ত্রকে ধারণ করে  আজ বৃহস্পতিবার (১৭জুলাই)  বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে  আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদলের সাবেক ১নং সদস্য আশিক আহমেদের সঞ্চলনায়  বক্তব্য প্রদান করেন সাবেক ক্রিড়া সম্পাদক এম ডি শিহাব, সহ-সাহিত্য সম্পাদক আরিফ হোসেন,সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত, ছাত্রদল কর্মী রকি, মিজান, সিফাত, সাকিব,পিয়াস,রাফি, আশরাফুল, আকিব, রায়হান সহ অনেকে৷

এ সময় বক্তরা বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগেই আজকের গণতন্ত্রের লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনে ছাত্রদলই নেতৃত্ব দিয়েছে—স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল—সবকিছুর অগ্রভাগে ছিল ছাত্রদল।
কিন্তু আফসোস, এই গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করতে এক শ্রেণির গুপ্ত সংগঠন অপচেষ্টায় লিপ্ত। চুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি—কীভাবে তারা ‘সাধারণ ছাত্র’ ব্যানার ব্যবহার করে মব কালচারে মেতে ওঠে।

ছাত্রদল ববি শাখার সাবেক ক্রিয়া সম্পাদক এমডি সিহাব বলেন,ছাত্রদল নেতারা বর্তমান সরকারের দমননীতি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ওপর হামলা, ও প্রশাসনের দলীয়করণকে ধিক্কার জানাই,  শহীদদের স্মরণে শুধু সভা নয়, বরং তাদের আদর্শ বাস্তবায়নের লড়াই-ই হোক আমাদের অঙ্গীকার।
ছাত্রদলের সাবেক সহ সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন,
“২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তরুণ প্রজন্মের এক অনন্য বিস্ফোরণ। শহীদদের ত্যাগ কোনোদিন বৃথা যাবে না। তাদের রক্ত আমাদের কাছে ঋণ রেখে গেছে, যে ঋণ শুধুই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়েই শোধ করা সম্ভব।”

সর্বশেষ নেতাকর্মীরা বলেন “শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বরং তাদের দেখানো পথেই আমরা সামনে এগিয়ে যাব—শিক্ষা, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।”

The post জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ববিতে ছাত্রদলের সভা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.