ভেঙ্গে চুরে তছনছ নিরাশায় হত
করেছে বিদীর্ণ বুক দিয়ে হৃদে ক্ষত
সম্মুখে চিতিয়ে ছাতি সাহসী তরুণ
গুলিতে ঝাঁঝরা বক্ষ লহুতে বাঁধন
এই বীর সেই বীর না টলে শহীদ
সেই বীর কেড়ে নেয় দুচোখের নিদ
অধিকারে দৃঢ় পদ বিলিয়ে জীবন
রুধিরে দ্রোহের বীজ করেছে বপন।
যুবা কাঁপে, নারী কাঁপে, কেঁপেছে মরণ
জনতার খুন কেঁপে ওঠে আলোড়ন
জুলুমের হাত বাঁধো, দৃঢ় মনোবল
বিষম আঁধার চিরে করো সমতল।
মুক্তির স্লোগান ওঠে দিকে দিকে রব
শহীদের খুন রাঙা পথে কলরব।
খুলনা গেজেট/এনএম
The post রুধিরে দ্রোহের বীজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.