অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়ালেও জয় এনে দিতে পারলেন না সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ৯ রানে হেরে গেছে তার দল মায়ামি ব্লেজ।
বুধবার (১৭ জুলাই) রাতে একদিনেই দুটি ম্যাচ খেলেছে মায়ামি। প্রথম ম্যাচে সাকিব ছিলেন না। সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কারণে দ্বিতীয় ম্যাচেই তিনি নামেন মাঠে।

প্রথম ম্যাচে সাকিবকে ছাড়া বোকা রাটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে ৩২ রানে হেরে যায় মায়ামি। ট্রেইলব্লেজার্সের দেয়া ১১৩ রানের জবাবে মায়ামি করতে পারে মাত্র ৮০ রান।

দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন সাকিব। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি, সঙ্গে দুটি ক্যাচ ও একটি রান আউটও করেন। তবে ব্যাট হাতে তার ইনিংস থামে মাত্র ১৩ রানে। ৮ বলে ১ ছক্কা ও ১ চারে সাজানো ইনিংসটি থামে ইনিংসের দ্বিতীয় ওভারে, ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে।

মায়ামি ব্লেজের টপ অর্ডার একদমই ব্যর্থ। ওপেনার অ্যাঞ্জেলো পেরেরা করেন মাত্র ২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শিহান জয়াসুরিয়া, আর শ্রীভাতোস গোস্বামী করেন ২১ রান। বাকিরা ছিলেন নিষ্প্রভ।

ফ্লোরিডার হয়ে ইমরান খান ৩টি, রাখিম কর্নওয়াল ও মেহরান খান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জনসন, থিসারা পেরেরা ও লাহিরু গ্যামেজ।

এর আগে ব্যাট করতে নেমে ফ্লোরিডা লায়ন্স নির্ধারিত ১০ ওভারে তোলে ১০৭ রান। টিওন ওয়েবস্টার ২০ বলে করেন ২৯ রান, আর ম্যাথু হ্যানরি ১২ বলে ২৭ রান। মায়ামির হয়ে সাকিব ছাড়া উইকেট পান জহোর খান, কেসরিক উইলিয়ামস ও অর্নভ আইয়ার। দুই ম্যাচেই হেরে টুর্নামেন্টের প্রথম দিন শেষে পয়েন্ট টেবিলের তলানিতে মায়ামি ব্লেজ।

The post ব্যাটে-বলে আলো ছড়িয়েও মায়ামিকে জেতাতে পারলেন না সাকিব appeared first on Bangladesher Khela.