ক্রিকেট মানেই রেকর্ডের খেলা। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন ইতিহাস। কখনো ব্যাটে, কখনো বলে, আবার কখনো ফিল্ডিংয়ে। এবার রেকর্ড বইয়ে যুক্ত হলো এক ঐতিহাসিক স্কোরলাইন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের নজির গড়লো ভারত ও ইংল্যান্ড যুব দল।
সম্প্রতি ইংল্যান্ড সফরে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল, যেখানে তারা ৫ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ভারতীয় যুবারা। এরপর প্রথম টেস্টেই তৈরি হয় এক অবিশ্বাস্য রেকর্ড।
১২ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই শেষ হওয়া চারদিনের এই ম্যাচে দু’দল মিলে মোট ১৪৯৭ রান সংগ্রহ করে, যা অনূর্ধ্ব-১৯ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। ভারত প্রথমে ব্যাট করে ৫৪০ রান তোলে, আর দ্বিতীয় ইনিংসে যোগ করে আরও ২৪৮ রান। জবাবে ইংলিশ যুব দল প্রথম ইনিংসে ৪৩৯ এবং দ্বিতীয় ইনিংসে ২৭০ রান করে। দু’দলই ম্যাচে দারুণ ব্যাটিং প্রদর্শন করলেও নির্ধারিত সময়ের আগে ফলাফল নির্ধারণ না হওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
এই ম্যাচের মাধ্যমে ভেঙে যায় ৩৪ বছর পুরোনো রেকর্ড। ১৯৯১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের একটি ম্যাচে মোট ১৪৩০ রান হয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ রানের টেস্ট ম্যাচ ছিল যুব পর্যায়ে। সেই রেকর্ডকে এবার ছাড়িয়ে গেল এই ভারত-ইংল্যান্ড লড়াই।
এখনো একটি টেস্ট ম্যাচ বাকি। সিরিজের শেষ ম্যাচে ভারত জয় পেলে ইংলিশদের নিজেদের মাঠেই হোয়াইটওয়াশ করে দেবে বৈভব সূর্যবংশীর নেতৃত্বাধীন দল।
The post এক ম্যাচে উঠলো ১৪৯৭ রান, ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস! appeared first on Bangladesher Khela.