ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের ফুটবলারদের দাপট অব্যাহত। বৃহস্পতিবার (১৭ জুলাই) একতরফা ম্যাচে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে পারো এফসি ২২-০ গোলে বিধ্বস্ত করেছে ফুটসিলিং এফসিকে।
ম্যাচজুড়ে দারুণ ছন্দে থাকা সাবিনা খাতুন একাই করেছেন ৭ গোল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। সুমাইয়া ৪টি ও মনিকা ২টি গোল করে বাংলাদেশের ফুটবল প্রাধান্য তুলে ধরেন। প্রথমার্ধেই ১১-০ ব্যবধানে এগিয়ে ছিল পারো এফসি।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। টানা দুর্দান্ত পারফরম্যান্সে চলতি লিগে তার গোলসংখ্যা ইতোমধ্যে ২০ ছাড়িয়ে গেছে। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা বলেন, গোল করছি ও দল জিতছে ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
এর আগে পারো এফসির সর্বশেষ ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন আরেক বাংলাদেশি ফুটবলার সুমাইয়া। আজকের ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে বাংলাদেশেরই ফুটবলারের হাতে।
The post ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২ গোলের জয় appeared first on Bangladesher Khela.