আমাদের বরিশাল ডেস্ক:

গোপালগ‌ঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে।  

শুক্রবার (১৮ জুলাই) সকালে সন্ত্রাস বি‌রোধী আইনে পুলিশ মামলাটি করেছে।

এ মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭৫ জ‌নের। বাকিরা অজ্ঞাতনামা আসামি। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত
করেছেন। 

এ ঘটনায় এ পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।  

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। 

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালান। পরে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তারা।  

দিনভর চলা সংঘর্ষে চার যুবক নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক মানুষ। এ ঘটনার দুদিন পর পুলিশ
বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করল।

The post গোপালগ‌ঞ্জে এনসিপির সমাবেশে আ.লীগের হামলা, ৪০০ জনকে আসামি করে মামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.