ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) এ সমঝোতা স্মারকের কথা জানা গেছে।

সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন। নতুন এই মিশনটি বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে।

ফলকার টুর্ক বলেন, জাতিসংঘের দেয়া তথ্য-অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে নতুন এই মিশন আরও ব্যাপকভাবে কাজ করবে। পাশাপাশি সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্যদের সাথে সরাসরি কাজ করার সুযোগ তৈরি হবে। যা মৌলিক সংস্কারের বিষয়গুলোতে এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, নতুন মিশনটি মানবাধিকারের প্রতিশ্রুতি পূরণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এছাড়া, সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির আকজ করার কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দফতরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার, সংস্কার এগিয়ে নেয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তথ্য-অনুসন্ধান চালাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

The post ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু, সমঝোতা সই appeared first on Ctg Times.