গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীরা এলাকা থেকে অন্য জেলায় পালিয়ে যেতে না পারে সেজন্য নদীপথে যৌথ অভিযানে চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৮ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জকে ঘিরে থাকা মধুমতি, বলেশ্বরসহ অন্যান্য নদীপথে রাতদিন বিশেষ টহল পরিচালনা করছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সন্ত্রাসীরা যাতে এলাকা থেকে অন্য জেলায় পালিয়ে যেতে না পারে সেজন্য নৌযানসমুহে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই ও সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ অবস্থান এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড ও নৌবাহিনী অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান এই

The post আওয়ামী সন্ত্রাসী ধরতে নদীপথে কোস্টগার্ড-নৌবাহিনীর টহল appeared first on Ctg Times.