জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে চট্টগ্রাম কালচারাল একাডেমির আয়োজনে ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পাহাড়তলী বার কোয়াটারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

সিসিএ সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে সিসিএ সেক্রেটারি আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শ্রমিক নেতা মকবুল আহমেদ, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএ নির্বাহী পরিষদ সদস্য আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, জোন সেক্রেটারি মুহাম্মদ জাকির হোসেন, মুহাম্মদ সাঈদুল ইসলাম, সিসিএ সদস্য শিল্পী শাফায়াত উল্লাহ, বোরহান উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

The post অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব:মুহাম্মদ নজরুল ইসলাম appeared first on Ctg Times.