ক্রিকেট খেলাটাই এমন। কখনো হিসেব মিলে যায়। কখনো হিসেব মেলানো দায়। আবার কোনো সময় হিসেব মিলেও মেলে না। এই গত জুনে পাকিস্তানের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে যাচ্ছেতাই খেলে ৩-০ ব্যবধানে নাকাল হয়েছে বাংলাদেশ। আবার সেই দল শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

এখন প্রশ্ন হলো, এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কী করবে টাইগাররা? পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ এবার নিতে পারবে?

অধিনায়ক লিটন দাস কী ভাবছেন? দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আগের না পারার শোধ কড়ায় গণ্ডায় মেটাতে চান? টি-টোয়েন্টি সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে প্রেস কনফারেন্সে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে টাইগার ক্যাপ্টেন জেতার কথাই বলেছেন। তবে আশপাশে অন্য কথাও বেরিয়ে এসেছে অধিনায়কের মুখ থেকে। যার সারমর্ম হলো, পাকিস্তানের মাটিতে গত মাসে গিয়ে না পারার ক্ষত শুকায়নি এখনো।

তবে শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের সিরিজ হারিয়ে দেশে ফেরায় কিছু আত্মবিশ্বাস জন্মেছে। সেটা একটা বাড়তি আস্থার জায়গা। সে আস্থা ভালো খেলার খোরাক হতে পারে। তারপর এবারের সিরিজটি আবার দেশের মাটিতে। সেটাও একটা প্লাস পয়েন্ট।

কিন্তু সব কথার শেষ কথা হলো মনোযোগ ধরে রাখা এবং ভালো ক্রিকেট খেলা। পাশাপাশি পাকিস্তানের প্রায় ৭০ শতাংশ ক্রিকেটারের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাদের মিরপুরের উইকেট, কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। সেটাও মাথায় আছে বাংলাদেশ অধিনায়কের।

লিটন দাস বলেন, ‘এক মাস আগে যখন পাকিস্তানে খেলতে যাই, একই চিন্তা ছিল যে জেতার জন্য খেলব। দুর্ভাগ্যবশত জিততে পারিনি। কিছু ভুল করেছি, তাই ফল আনতে পারিনি। তবে শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রতিটি খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস জন্মেছে। তবে একইসঙ্গে এখন ভিন্ন কন্ডিশন, ভিন্ন দল। তাই পার্টিকুলারলি ওই দিনে ওইভাবেই ভালো ক্রিকেট খেলতে হবে। আত্মবিশ্বাসটা আপনাকে সাহায্য করবে। একই সময়ে অবস্থানটা ধরে রাখার জন্য আপনার মনোযোগটা কেমন আছে, সেটাও অনেক বেশি জরুরি।’

টাইগার অধিনায়কের পাকিস্তানই শুধু নয়, যে কোনো দলকে হারানোর মতো মানসিকতা আছে তার দলের। শর্ত হলো, নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলা। লিটন বলেন, ‘তার মানে এই না যে, হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব। আগেও বলেছি, পাকিস্তান ভালো দল। তাদের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল খেলে থাকে। তারাও এই কন্ডিশনটা সম্পর্কে জানে।’

The post ‘পাকিস্তান ভালো দল, বিপিএল খেলে তারাও এই কন্ডিশন সম্পর্কে জানে’ appeared first on Bangladesher Khela.