ফিরতে হয় আবার রূপসী বাংলার কবির কাছেই। ‘শকুন’ কবিতায় জীবনানন্দ দাশ লিখেছেন, ‘মাঠ থেকে মাঠে-মাঠে সমস্ত দুপুর ভ’রে এশিয়ার আকাশে-আকাশে/ শকুনেরা চরিতেছে…। নাহ, শকুনেরা শুধু এশিয়ার আকাশেই নয়, অন্যান্য মহাদেশেও চরে বেড়ায়। আর শকুন মানেই অমঙ্গল, অশুভ প্রতীক বা মৃত্যুর পূর্বাভাস নয়। বরং আমাদের জীবন্ত বাস্তুসংস্থানের ভরসা। প্রাকৃতিকভাবে মৃত প্রাণীর মাংস খেয়ে শকুন পরিবেশকে রাখে… বিস্তারিত