নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহালকাঠি গ্রামে শিয়াল ধরার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনিবার আক্তার (১০) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি বাগানে গাব কুড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত মুনিবা একই গ্রামের বাসিন্দা জসিম মীরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাড়ির লোকজন জানান, সকালে খেলতে খেলতে মুনিবা পাশের বাগানে গিয়েছিল। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে বাগানে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আ. খালেক জোমাদ্দার নামে এক গ্রাম্য ওঝা দীর্ঘদিন ধরে বেজি, শিয়াল ও ইঁদুর ধরার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। তার এই ফাঁদে এর আগেও এক বৃদ্ধা নারী ও একটি শিশু আহত হয়েছিলেন। এরপরও তিনি সংযোগটি চালু রেখেছিলেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই বাগানে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন খালেক জোমাদ্দার। তবে কারও কোনো অনুমতি ছাড়াই ঘরের পেছনের একটি পরিত্যক্ত স্থানে এভাবে ফাঁদ পেতে রাখা ছিল চরম অবহেলার পরিচয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত খালেক জোমাদ্দার ও তার পরিবার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

The post শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশু মুনিবার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.