নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেছেন।

রোববার (২০ জুলাই) সকালে তিনি জেলার ভীমরুলি ও আটঘর কুড়িয়ানা এলাকার পেয়ারা উৎপাদনের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখে আমি মুগ্ধ। আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না। এখান থেকে পেয়ারা রফতানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘ভীমরুলি ও আটঘর কুড়িয়ানা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল। এখানকার ভাসমান বাজার ও পেয়ারা চাষাবাদ অত্যন্ত মনোমুগ্ধকর। এটি বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি ও অর্থনীতির ধারাবাহিকতা।’

রাষ্ট্রদূতের এই সফরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান এবং বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাসের সেক্রেটারি এ কে এম সাইদাদ হোসাইন উপস্থিত ছিলেন।

ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রফতানির সম্ভাবনা যাচাই করতে এসেছেন। তারা সম্মতি দিলে আমরা পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রফতানির উদ্যোগ নেব।’

The post ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ আলজেরিয়ার রাষ্ট্রদূত, আমদানিতে আগ্রহী appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.