নিজস্ব প্রতিনিধি:

এসএসসি পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে গণিতে ৫ হাজার ৪৮৯টি। আর সব থেকে কম আবেদন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। রোববার বরিশাল শিক্ষা বোর্ড সূত্র বরিশালটাইমসসকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পাস করেছেন। ফেল করেছেন ৬ লাখ ৬৬০ পরীক্ষার্থী। চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী।
এর মধ্যে অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পান। ফল প্রকাশের পর দিন ১১ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষনের আবেদন নেয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৭০২ জন। অংশ নিয়েছিলেন ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৮৫৩ জন। ছাত্রী ৪৪ হাজার ৭৮ জন । পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৮২৩জন । ছাত্রী ২৭হাজার ৯৩৫ জন। ফেল করেছেন ৩৬ হাজার ১৭৩ জন। ছাত্র ২০ হাজার ৩০জন, ছাত্রী ১৬ হাজার ১৪৩ জন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বরিশালটাইমসকে বলেন, যেসব পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে রিকাউন্টিংয়ের ফল দেয়া হবে।’
The post বরিশাল শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক খাতা পুনঃনিরীক্ষণের আবেদন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.