২০২৪ সালের জুলাই মাসের উত্তাল রাজপথে যখন রাষ্ট্রীয় দমন-পীড়ন ও জনতার প্রতিরোধ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত ছিল, তখনই ইতিহাসের নিঃশব্দ দলিল হয়ে দাঁড়ায় এক আলোকচিত্রী—জীবন আহমেদ। তার ক্যামেরায় বন্দি হয় সেই সময়ের প্রতিটি শ্বাসরুদ্ধকর মুহূর্ত—ধাওয়া, গুলিবর্ষণ, রক্তাক্ত মিছিল, প্রতিরোধের মুখ।
তবে তিনি কেবল একজন পেশাদার আলোকচিত্রী ছিলেন না। এই আন্দোলনে তার ভূমিকা আরও গভীর, আরও জড়িত। তিনি নিজেই… বিস্তারিত