ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জেলার ফুলপুরের ভাইটকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ভাইটকান্দি মধ্যপাড়ার রবি মিয়া ও শাহ আলী।
ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে ডিবির এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলপুরের ভাইটকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলপুরের ভাইটকান্দি সখল্যা মোড় সংলগ্ন এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ভাইটকান্দি মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে রবি মিয়া ও সাজিম উদ্দিনের ছেলে মোঃ শাহ আলী। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
The post ময়মনসিংহে ডিবির অভিযানে ২ হেরোইন কারবারি গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.