এদিকে আব্বা শর্টহ্যান্ড শেখানো ছাড়লে কী হবে, কম্বল তাঁকে ছাড়ল না। আধুনিক কমার্শিয়াল কলেজের ছাত্ররা একসন্ধ্যায় আমাদের দুই কামরার টিনশেড বাড়ির দরজায় এসে কড়া নাড়ল।