আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজধানী শহর পুরোপুরি ‘পানিশূন্য’ হওয়ার মুখে। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিদিন পানির জন্য জীবন-মরণের লড়াই করছেন বাসিন্দারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভয়াবহ এই জলসংকটের মুখে পড়েছে শহরটি।
৪২ বছর বয়সী রাহিলা নামের এক নারী জানান, পানির গাড়ির শব্দ পেলেই তিনি বালতি আর কনটেইনার হাতে রাস্তায় দৌড়ান। দেরি করলে আর পানি পাওয়া যায় না। তার কথায়, ‘পানি পাওয়ার… বিস্তারিত