এসিসি ও আইসিসির সাথে তার সম্পৃক্ততা বহুদিনের। একযুগের বেশি সময় ধরে তিনি ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার। ক্রিকেটের বিশ্বায়ন, প্রচার-প্রসার ও উন্নয়নে কাজ করেছেন দীর্ঘ সময়। সেই উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকার সুবাদে ক্রিকেটের বিশ্ব সংস্থার অনেক রথি-মহারথির সান্নিধ্যে গেছেন। তাদের সাথে কত বৈঠক করেছেন! কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
কিন্তু এবার সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হলো। যেখানে তিনি এবার যোগ দিয়েছেন সম্পূর্ণ নতুন পরিচয়ে। এখন আর তিনি আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা নন। তিনি এখন এসিসি ও আইসিসি পরিচালক।
বলার অপেক্ষা রাখে না, বিসিবির নতুন সভাপতি হিসেবেই এসিসি ও আইসিসির পরিচালক তকমা গায়ে লেগেছে বুলবুলের। গত ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আরব আমিরাতের দুবাই ও সিঙ্গাপুরে এসিসি এবং আইসিসির পরিচালক হিসেবেই দু’দুটি সভায় যোগ দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
আজ সোমবার বিকেলেই দেশে ফিরেই নিজ দেশের বোর্ড কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে গেছেন বিসিবি প্রধান। তার মধ্যেই একাধিক হোয়াটসআপ ম্যাসেজের জবাবে জানালেন, মাগরিবের পর কথা বলবো। ঠিক মাগরিবের নামাজের আধঘণ্টা পর নিজে থেকেই ফোন বুলবুলের। কেমন লাগলো এসিসি ও আইসিসি সভায় যোগ দিয়ে?
ধর্মপ্রান আমিনুল ইসলামের বিনয়ী জবাব, ‘আলহামদুলিল্লাহ। খুব ভাল। জানেন! সবচেয়ে ভাল লেগেছে কোন সময়? যখন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ আমাকে টাই দিচ্ছিলেন, তখন। আইসিসির পরিচালকদের আইসিসির লোগো, প্রতীক সম্বলিত টাই দেয়া হয়। আমাকে যখন ওই টাই দেয়া হচ্ছিল তখন দেহ মনে একটা পুলক অনুভব করছিলাম। সত্যিই খুব ভাল লাগছিল।’
‘আরও একটি ভাল লাগা কাজ করছিল। সেটা কি শুনবেন? তাহলে শোনেন, আইসিসি সভায় সবাইকে একটি বিশেষ পরিচয়ে পরিচিত করা হয়। আমাকে পরিচালক হিসেবে টাই উপহার দেয়ার আগে ঘোষণায় বলা হলো, ফরমার বাংলাদেশ টেস্ট ক্রিকেটার আমিনুল ইসলাম।
বলে রাখি, পরিচালকদের ওই বহরে আমিই একমাত্র টেস্ট ক্রিকেটার, সেটা যে কত সুখের, কত ভাললাগার ও গর্বের বলে বোঝাতে পারব না!’
‘আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। তিনি আমাকে একজন ক্রিকেটার থেকে টেস্ট ক্রিকেটার, আইসিসি উন্নয়ন কর্মকর্তা থেকে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আর বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংগঠনের পরিচালক হওযার সৌভাগ্য দান করেছেন। আমি যেন এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
The post দেশে ফিরে এসিসি ও আইসিসি সভায় যোগদানের অভিজ্ঞতা জানালেন বুলবুল appeared first on Bangladesher Khela.