আজ ২১ জুলাই সকালে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজেআই মডেল) দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানায়, ‘মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিসিবি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
জাতীয় দলের ক্রিকেটাররাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ তারকা পেসার মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক ও শাদমান ইসলাম সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।
এই শোকাবহ মুহূর্তে সারা দেশবাসী নিহতদের পরিবারের পাশে আছে। দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
The post উত্তরায় বিমান দুর্ঘটনা: ক্রীড়াঙ্গনে শোকের ছায়া appeared first on Bangladesher Khela.