দুটি স্বপ্ন এখনো পূরণ হয়নি। আমার খুব ইচ্ছা ছিল মঞ্চে শেক্‌সপিয়ারের কোনো একটা নারী চরিত্রে অভিনয় করব। টেলিভিশনের জন্য আমার খুব ইচ্ছা ছিল কেউ আমাকে রবীন্দ্রনাথের কোনো চরিত্রে নেবে।