পরম উষ্ণতায় হৃদয়ের ভাঁজে রাখা নামটা বিসর্জনের সময়।
নিষ্ঠুর সময় এখানেই ক্ষান্ত দেয়নি
সাজিয়েছে নতুন এক ছকের পাতা,
নাড়িয়েছে গুটি চাল,
দাবাকেও হার মানিয়েছে
তাস আর কী বা কাল।
আমাকে বানিয়েছে অপরাধী, করেছে পাপী
আমি তো ফুল হয়ে ফুটতে চেয়েছিলাম