মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জের সন্তান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সামির (১১)।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ঢাকা সামরিক হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়িতে রওনা হয়েছেন বলে জানান নিহতের সম্পর্কে নানা নজরুল ইসলাম হাওলাদার।
মঙ্গলবার (২২ জুলাই) তার লাশ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে তার নানা প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল হাওলাদারের কবরের পাশে দাফন করা হবে।
সে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং খরকি ওয়ার্ডের শামিম চৌকিদাদের ছেলে এবং চানপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল হাওলাদারের বড় মেয়ে রেশমা করিমের ছেলে।
তার বাবা শামিম চৌকিদার উত্তরায় বায়িং হাউজের ব্যবসা করেন। তার মা রেশমা হাওলাদার ঢাকা উত্তরায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে লেখা পড়া করতেন। তারা দুই ভাইবোন ছিল। ভাইবোনের মধ্যে নিহত সামির ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার আগের দিন মায়ের সঙ্গে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ঢাকায় গিয়েছিল সামির।
The post মৃত্যুর আগের দিন মায়ের সঙ্গে ঢাকায় গিয়েছিল মেহেন্দিগঞ্জের সামির appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.