মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিশু শিক্ষার্থীদের যারা শহীদ হয়েছে তাদের আত্নার মাগফিরাত ও যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্হতা জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ দোয়া ও মাহফিল আজ ২২শে জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব লায়ন হেলাল উদ্দিন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার,যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া,এস এম সুমনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অন্যান সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাভুক্ত উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় গতকাল বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেশির ভাগ বক্তা।আবেগে আপ্লূত হয়ে অনেকে পুরো বক্তব্য শেষও করতে পারেননি। বক্তারা শহীদ হওয়া শিশুদের আত্নার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বক্তারা আহতদের দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা জন্য এবং শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতি এবং বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

The post চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on Ctg Times.