একদিন শ্রেণিশিক্ষক স্বপ্ন দেখিয়ে তাদের সেকশনের নাম রেখেছিলেন ‘স্কাই’। রঙিন বই বুকে নিয়ে ওরা স্কুলে আসতে শুরু করেছে কেবল। চোখেমুখে অজানাকে জানার আগ্রহ, আর শৈশবের দুরন্তপনায় ছুটছে প্রতিদিন। এতটুকু জীবনেই আকাশে ওড়ার আকাঙ্ক্ষা। হোমওয়ার্ক খাতার মলাটে পাখির মতো ওড়ার চিহ্ন আঁকা আছে, যেন জ্ঞানের মুক্ত আকাশে ওড়ার প্রতীক।