বাংলাদেশে প্রশিক্ষণ বিমানের নিয়মিত উড্ডয়ন কোনো নূতন বিষয় নহে। তবে প্রশ্ন জাগে-জনবহুল রাজধানীর আকাশে কেন উড়িবে সলো ফ্লাইটের ঝুঁকিপূর্ণ বিমান? দেশে কি প্রশিক্ষণের জন্য জনবিরল অবারিত প্রান্তরের অভাব রহিয়াছে? স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার কথা জানা গিয়াছে। এই যে এতগুলি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হইয়াছে-ইহা কি নিছক দুর্ঘটনা, নাকি এক ধারাবাহিক অবহেলার… বিস্তারিত