আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের কাহারোলে গভীর রাতে বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ ২ লক্ষ টাকা ও আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লক্ষ টাকার মালামাল চুড়ি করে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। 
গতকাল ২১ জুলাই ২০২৫৷ দিন গত রাতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪ নং তাঁরগাও ইউনিয়নের হাটিয়ারী গ্রামের কানাই চন্দ্র রায়ের ছেলে, গোলাপগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক পুলিন চন্দ্র রায়, ও কাহারোল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক শান্তিরাম রায়ের বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।

কানাই চন্দ্র রায় (৭০) জানান, রাতে তার স্ত্রীসহ খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন।

তিনি ধারণা করে বলেছেন গভীর রাতে চরেরা প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ ২ লক্ষ টাকা, আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ঘরে থাকা কাঁসা-পিতলের জিনিসপত্র ও দামি শাড়ি কাপড়সহ সহ আনুমানিক ৩২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি জানিয়েছেন চোরেরা পালিয়ে যাওয়ার সময় ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে কাহারোল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান ও কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তারা জানান।