সিনিয়রের সঙ্গে সম্পর্কটা শুধু ক্ষমতার নয়, এটা শেখার একটা সুযোগ। আপনি যদি বিনয়, সম্মান আর আগ্রহ নিয়ে এগিয়ে যান, তাহলে তাঁরাও হবেন আপনার সাইলেন্ট মেন্টর। একদিন হয়তো আপনিই হবেন কারও সিনিয়র। তাই সিনিয়রের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়তে শেখা মানে নিজের ক্যারিয়ার গড়ে তোলা।