‘তুমিও তো নিষেধ করলে।’ নির্বিকার ভঙ্গিতে বলল ইভান। কোনোমতে উঠে দাঁড়াল রুশা। হাঁটুতে ময়লা লেগে গেছে ওর। হাত দিয়ে ময়লাগুলো একটু ঝেড়ে সোজা হয়ে দাঁড়াল সে। মাটিতে পড়ে থাকা ব্যাগটা তুলে নিল কাঁধে।