লিওনেল মেসি ফুটবলের জাদুতে মুগ্ধ করেছেন সারা বিশ্বকে। তবে দীর্ঘদেহী স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি হেয়াকে গায়ের জোরে মুগ্ধ করেছেন সর্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা! 
বল পায়ে তার দক্ষতা অতুলনীয় হলেও ছোট শারীরিক গঠনের জন্য কখনোই পেশিনির্ভর ফুটবল খেলতে দেখা যায়নি মেসিকে। শান্ত স্বভাবের মেসিকে দুর্বল ভেবে ধোঁকা খেয়েছিলেন ডি হেয়া। কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দেওয়ার পর তার উপলব্ধি, মেসির শরীর যেন পাথর দিয়ে… বিস্তারিত