গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বুধবার দুপুর ১২ টায় গৌরনদী উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার অডিটোরিয়াম হলে এসে শেষ হয়।
পরে সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কোন রাজনৈতিক দল যদি বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে কটুক্তি করে তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিষয়ে আকন কুদ্দুসুর রহমান বলেন, বিএনপির প্রতিটি পর্যায়ে কমিটি হবে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু গৌরনদী ও আগৈলঝাড়ার অনেক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি হয়েছে মশারির নিচে বসে। এইসব অবৈধ কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে সকল কমিটি গঠন করা হবে। সেজন্য আপনারা নিজ নিজ এলাকায় প্রস্তুতি নিন।
মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা এস.এম মনির-উজ-জামান মনির, জহুরুল ইসলাম জহির, মো. মঞ্জুর হোসেন মিলন, আবুল হোসেন লাল্টু, তাইফুর রহমান কচি, বদিউজ্জামান চঞ্চল, হোসনেয়ারা বেবী, মাসুদ হাসান মিন্টু প্রমুখ। সমাবেশে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
The post গৌরনদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.