এএফসি ফুটসালে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, যেখানে তাদের লড়াই করতে হবে এশিয়ার বর্তমান এবং সর্বাধিকবার চ্যাম্পিয়ন ইরান, স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই গ্রুপ পর্বে আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।বাংলাদেশ ফুটসাল দল গঠনে কাজ শুরু হয়ে গেছে। দুই দিনব্যাপী ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার বাছাই করা হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে কোচ সাইদ খোদারাহমি আসবেন। ৫৯ বছর বয়সী খোদারাহমিকে বাংলাদেশ ফুটসাল দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এএফসির ফুটসাল ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং মিয়ানমারের কোচও ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান,‘বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের কোচ হিসেবে ইরানের সাইদ খোদারাহমি তিন মাসের জন্য দায়িত্বে আসবেন। তিনি আগামী সপ্তাহে ঢাকা আসবেন এবং এখানে এসে ট্রায়াল থেকে খেলোয়াড়দের দেখে চূড়ান্ত বাছাই করবেন। আমাদের হাতে সময় কম, তাই আমরা চাই কোচের অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন শুরু করতে। সেই চেষ্টাও চলছে।’
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালেও এএফসি’র কোচিং সনদ রয়েছে। এএফসির ফুটসালের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে কোনো দলের হেড কোচ হতে লেভেল-৩ সার্টিফিকেট লাগে। বাংলাদেশি কারও এই ডিগ্রি নেই। তাই বাধ্য হয়েই বিদেশি কোচ আনতে হচ্ছে বলে জানান ফুটসাল কমিটির চেয়ারম্যান।
The post বাংলাদেশ ফুটসাল দলে আসছেন বিদেশি কোচ appeared first on Bangladesher Khela.