এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৩ জুলাই) এক্স (সাবেক টুইটার)–এ দেয়া বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শেহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশকে ২০২৫ সালের পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য অভিনন্দন। আমাদের ক্রিকেট দলকেও তাদের প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলারই একটি অংশ, আর এটাই প্রকৃত ক্রীড়াচেতনার পরিচয়।

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ক্রীড়া সম্পর্ক ভবিষ্যতেও দু’দেশের জনগণকে আরও কাছে আনবে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৮ রানের জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতেও দারুণ খেলেছিল বাংলাদেশ, যেখানে তারা পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায়।

The post টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী appeared first on Bangladesher Khela.