যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দর থেকে উড়িরচর উপকূলের কাছে পৌঁছে আবার ঘুরে ফিরে আসে। পুরো ফ্লাইটে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
The post যান্ত্রিক ত্রুটি: ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেলো চট্টগ্রামে appeared first on Ctg Times.