নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মিলের ইউনিট-৩ ভবনের একটি তুলা লেনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় পৌনে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের ওপরের একটি তুলার লেনে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পানি ও হাইপ্রেশার ব্লোয়ারের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট দিয়ে কাজ শুরু করি। পানি ও হাওয়ার মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হই প্রায় ৪০ মিনিটের মধ্যেই। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এই অগ্নিকাণ্ডে মিলের কিছু যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

The post বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে আ*গু*ন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.