এম,এইচ,চুন্নু।।বিশেষ প্রতিনিধি:

উড়োজাহাজ স্বল্পতার কথা বলে বরিশাল সেক্টরে শুক্রবার থেকে ফ্লাইট পরিচালন বন্ধ রাখছে জাতীয় পতাকাবাহী বিমান। এরফলে বিভাগীয় সদর ছাড়াও পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।
১৯৯৫ সালেল ৩ ডিসেম্বর বরিশাল বিমানবন্দর ও রাষ্ট্রীয় বিমান ফ্লাইট চালুর পর থেকে নানা নানা টালবাহানা ও খোড়া যুক্তিতে কয়েক দফায় ফ্লাইট বন্ধের পরে ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধিনতা দিবসের সূবর্ণ জয়ন্তিতে নিয়মিত ফ্লাইট চালু হয়। কিন্তু পদ্মা সেতু চালুর খোড়া যুক্তি দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এ সেক্টরে ফ্লাইট সংখ্যা সপ্তাহে ৩দিনে হ্রাস করে। ধারন ক্ষমতার ৭০-৮৫% যাত্রী হবার পরেও ফ্লাইট সংখ্যা আর বৃদ্ধি করা হয়নি।
বিষয়টি নিয়ে বরিশালবাসীর পক্ষ থেকে বিমান চলাচল উপদেষ্টা ও নৌ পরিবহন উপদেষ্টার সাথে বিভিন্ন মহল থেকে দাবী উপস্থাপনের পরেও কোন কাজ হয়নি। এখন ‘সচল উড়োজাহাজ স্বল্পতার কথা বলে ২৫ জুলাই থেকে বরিশাল সেক্টরে বিমান এর ফ্লাইট ‘সাময়িক বন্ধ’ করে দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বহস্পতিবার বিমান এর পরিচালক এর সাথে আলাপ করা হলে তিনি জানান, ‘উড়োজাহাজ সংকটের কারণেই বরিশাল সহ আরো দুটি সেক্টরে সাময়িক ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। ‘খুব শিঘ্রই বরিশাল সেক্টরে বিমান আবার ফ্লাইট পরিচালন শুরু করবে। নাম প্রকাশ না করার শর্তে ফ্লাইট পরিচালন সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বরিশাল সেক্টরে ফ্লাইট বন্ধের কোন পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়োজাহাজ পরিচালনযোগ্য হলেই আমরা বরিশালে ফিরবো।
উল্লেখ্য, অভ্যন্তরীন সেক্টরের জন্য বিমান-এর ৭৪ আসনের ৫টি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ মডেলের উড়োজাহাজ থাকলেও তার দুটি আপাতত চলাচল অযোগ্য। যা মেরামত অত্যন্ত সময় সাপেক্ষ। অপর ৩টির মধ্যে দুটি পরিপূর্ণ মেরামতে অন্তত একমাস সময় লাগবে । ইতোমধ্যে কানাডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে বলে জানিয়ে বিমান এর আপর এক কর্মকর্তা জানান, ‘দুটি এয়ারক্রাফটই পরিপূর্ণ মেরামত শেষে আমরা পুনরায় বরিশাল সহ সাময়িক বন্ধ সবগুলো সেক্টরেই যাত্রী পরিবহন শুরু করবো।
এদিকে বিমান ফ্লাইট বন্ধের বিষয়টি নিয়ে বরিশাল বিভাগ স্বার্থ সংরক্ষন পরিষদের আহবায়ক নজরুল ইসলাম রাজন ও সদস্য সচিব মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবী জানিয়েছেন। অন্যথায় সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলার কথাও জানান নেতৃবৃন্দ।
বৃস্পতিবার বিকেলে ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় উড়ে ক্যাপ্টেন রাইহান আহমেদ বিমান-এর ‘এস ২ একেডি’ নম্বরের উড়োজাহাজটি নিয়ে মাত্র ২৫ মিনিটে বরিশাল বিমানবন্দরের রানওয়েতে অবতরন করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুনরায় প্রায় ৬৫ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যান।
The post আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা-বরিশাল রাষ্ট্রীয় যাত্রীবাহী বিমান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.