পৃথিবীর সব পাখির প্রেম-বিরহ যেন আটকে আছে রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার পরতে পরতে। সেই যে ‘পাখিরা’ কবিতায় জীবনানন্দ লিখে গেছেন, ‘তারপর চ’লে যায় কোন এক খেতে;/ তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে-যেতে/ সে কি কথা কয়?/ তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়…। এ যেন প্রকৃতির বিরল প্রেমের প্রতীক ধনেশ পাখিরই প্রণয়কাব্য।
প্রজনন মৌসুমে ডিম পাড়তে স্ত্রী ধনেশ গাছের ফোকরে… বিস্তারিত